ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি তালেবানি সরকার প্রতিষ্ঠা করতে চায়। আমাদেরকে ভিন্নপথে প্রবাহিত করতে চায় এবং দেশের উন্নয়ন ধ্বংস করে দিতে চায়। তার একটা উদাহরণ হলো ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলো সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিল। ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে ফেনীর ছাগলনাইয়ায় উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও বহুমূখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্ধা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, ফ্লাইওভার, রাস্তাঘাটসহ দেশে ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু দুর্নীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দুর্নীতিকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দেয়া হচ্ছে। যারা এই কাজটি করছে তারা স্বাধীনতার শত্রু, বাংলাদেশের শক্র। তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধের সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। যারা বলে এই সরকার ব্যর্থ তারা চোখে দেখতে পায়না। তারা চোখ বন্ধ করে আছে। এই কথাগুলো জনগণকে বুঝতে হবে। খালেদা জিয়া আমাদের এখানে তিনবারের প্রধানমন্ত্রী অথচ মহামায়াবাসীর ৭০বছরের দাবী মুহুরী নদীর মহামায়া ঘাটের একটি ব্রীজ তিনি করতে পারলেন না। আমি এমপি হয়ে করলাম কিভাবে? দেশের এবং জনগণের জন্য আমাদের ভালবাসা এবং ইচ্ছা থাকায় আমরা ব্রীজ নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।
উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন মানিক।
বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় সমবায় সম্পাদক রোকেয়া সুলতানা আনজু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, ফেনী জেলা জাসদ সহ-সভাপতি নুরুল আমিন, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ইউপি সদস্য মামুনুল হক পাটোয়ারী, প্রধান শিক্ষক শেখ জালাল।
উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাব সমন্বয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান সুমন, সাংবাদিক মোঃ শাহ আলম, শাহ মোঃ জিয়াউল হক রুবেল, পিনু সিকদার, উপজেলা জাসদ যুগ্ম-সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঞা, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁঞা, জয়নাল আবেদীন, মহামায়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তফা, মোঃ কপিল উদ্দিন, লাখি আক্তার ও জেসমিন আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।