ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন উদ্বোধন করেন মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, জেলা যুবলীগ উপ-দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী। সভাপতিত্ব করেন, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আলা উদ্দিন মজুমদার।বক্তব্য রাখেন, মহামায়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মিনু, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, শাহজাহান স্বপন ও এমরান হোসেন হৃদয়।