বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ছাগলনাইয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল রবিবার বিকেলে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ মোকছেদ আহাম্মদ পাটোয়ারীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসির ইন্সট্রাক্টর মো: মোস্তফা কামাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ গিয়াস উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও মটুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সমন্বয় কমিটির সদস্য ও ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ছাগলনাইয়া উপজেলা শাখার সহ-সভাপতি শরীয়ত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বুলু, অর্থ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সদস্য কফিল উদ্দিন মাহমুদ।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আঁধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা করিম উল্লাহ।