আলসার থেকে মরণব্যাধি ক্যান্সার বাসা বেধেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব সোনাপুর হরিপুর বাজারের টকবগে যুবক জাহাঙ্গীরের শরীরে।
চার সন্তানের জনক জাহাঙ্গীর দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত হয়ে ফেনীসহ রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল আর চিকিৎসকের সরনাপন্ন হয়েছেন, একটু উন্নত চিকিৎসা আর সুস্থতার জন্য ছুটেছেন দিকবিদিক। দীর্ঘ ছয় মাস ফেনীতে চিকিৎসা নিয়েও প্রতিকার না পেয়ে সবশেষ গবাদি পশু বিক্রি করে চিকিৎসার জন্য ঢাকায় যান।
ঢাকায় আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় ১০ দিনের স্থায়িত্ব হলেও পরবর্তী আর ওষুধ কেনার মতো অর্থ না থাকা ফিরতে হয় বাড়িতে। বাড়িতে বসে বসেই মৃত্যুর প্রহর গুনতে গুনতে হাউমাউ করে কেঁদে কেঁদে সে বলছে “আমি বাঁচতে চাই আমার জন্য দোয়া করবেন” আমায় ছোট ছোট অবুঝ মাসুম ছেলে মেয়েদের জন্য আমি মারা গেলে আমার অবুঝ শিশুগুলোকে দেখবে কে? ইয়া আল্লাহ আমাকে সুস্থ্য করে দেন।”
এলাকাবাসীর সহায়তায় জাহাঙ্গীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় তলা ৩১১ নম্বর রুমের ১০ নম্বর বেডে ভর্তি রয়েছেন
পৃথিবীর কাছে হয়তো জাহাঙ্গীর আপনি, আমি কিছুই না, কিন্তু তার অবুঝ চারটি শিশুসন্তানের কাছে তিনি তাদের পৃথিবী। জাহাঙ্গীর ব্যক্তি জীবনে খুবে ভাল মানুষ পরোপকারী ছিলেন চিকিৎসার জন্য কারো কাছে সাহায্য চাওয়ার মত পরিবারে জম্মগ্রহণ করেনি তারাও এক সময় আমাদের এলাকার স্বচ্ছল পরিবারের সন্তান ছিলো। কালের পরিক্রমায় আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারেনা গ্রামে কারো মৃত্যু হলে সবার আগে কবর খোঁড়ার জন্য উনারা বাবা ছেলে হাজির যে-কেউ যখন যার যে প্রয়োজনে জাহাঙ্গীর কে ডেকেছে তখনি উনাকে পেয়েছে এমন একটা মানুষ চোখের সামনে এই ভাবে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এটা মেনে নেওয়া যায়না। তাই আসুন জাহাঙ্গীর ভাই কে বাঁচাতে সবাই এগিয়ে আসি। উনার মোবাইল নাম্বার +8801840098355 তার সাথে কথা বলে উনাকে সাহায্য পাঠাতে পারেন।