ডেস্ক রিপোর্টঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের ফারজানা আক্তার মুক্তা নামের গৃহবধূ তার গাইনি চিকিৎসক ডাঃ রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে ডেলিভারিতে ৩ ছেলে ও ১ মেয়ের জন্ম দিয়েছেন এবং রোগীনি দীর্ঘদিন সাবফার্টিলিটিতে ভুগছিলেন।
অদ্য ০১-০৯-২২ দুপুর ৩ টায় জন্ম নেয়া চার শিশুকে জেড ইউ মডেল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ)তে রাখা হয়েছে।
চার নবজাতকের বাবা বলেন, ডাঃ আমার স্ত্রীকে সব সময় চেকআপ এর মধ্যে রেখেছিলেন এবং উনি অনেক আন্তরিকতা দেখিয়েছেন আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি। ডাঃ রোকসানা বেগম স্বপ্না জানায়, আমার তত্বাবধানে ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথম জনের ওজন প্রায় ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম। এখনো পর্যন্ত আল্লার রহমতে সবগুলো বাচ্চাই ভালো আছে।