ফেনীর ছাগলনাইয়ায় ২৬ মার্চ শনিবার রাতে জি.আর ওয়ারেন্টভুক্ত ২জন, সি.আর ওয়ারেন্টভুক্ত ১জন এবং ১ কেজি গাঁজাসহ ১জন নারী মাদক ব্যবসায়ীসহ ৪জনকে আটক করা হয়েছে।
এসআই(নিঃ) মোঃ আইয়ুব খাঁন, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর দর্জি, এসআই(নিঃ) আবদুর রহমান, এএসআই(নিঃ) মোঃ মাসুদ হোসেন, এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ছাগলনাইয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ ইলিয়াছ (৩০), পিতা- তাজুল ইসলাম, সাং- চম্পকনগর (পূর্ব মাথা মহাজন বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। আবুল কালাম প্রকাশ বাবুল (৩৭), পিতা- মৃত জালাল আহাম্মদ, সাং- দক্ষিণ যশপুর (হোনা মিয়া বাবুর্চী বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। মোঃ জহিরুল আলম মজুমদার, পিতা- মোঃ আবুল খায়ের মজুমদার, প্রযত্নে- আবুল খায়ের মজুমদার বাড়ী, সাং- পূর্ব দেবপুর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিবি হাজেরা বেগম(৫০), মাতা- মৃত বিবি ছখিনা , স্বামী- আব্দুর শুক্কুর, গ্রাম- উত্তর বল্লভপুর (ফাতেম আলী সওদাগর বাড়ী, ০৯নং শুভপুর ইউপি), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী’দেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম ৪জন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।