ফেনীর ছাগলনাইয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ এতিম ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার (পাঞ্জাবী) বিতরণ করা হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার উত্তর মটুয়া ঐক্য পরিষদ সংলগ্ন ফুলগাজি পাড়া জামে মসজিদে ইফতার মাহফিল এর শুরুতে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উত্তর মটুয়া ঐক্য পরিষদ সভাপতি ব্যাংকার মোঃ এয়াছিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন আহম্মদ ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক হাজী শহীদ উল্ল্যাহ, প্রকৌশলী মোহাম্মদ আলী ভূঁঞা, ছাগলনাইয়া প্রেস ক্লাব সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, আবুল হাসান ও নজরুল ইসলাম চৌধুরী।
উপস্থিত ছিলেন, উত্তর মটুয়া ঐক্য পরিষদের রুবেল, জোবায়ের, হৃদয়, শরীফ, মুন্না, ফাহিম, নজরুল, মিতুল, মেহেদী হাসান ও গিয়াস উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিগণ এতিম ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার (পাঞ্জাবী) বিতরণ করেন।