ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড—এর ৩০তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বিসিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ রোডস্থ আবু আহম্মদ ভূঁইয়া প্লাজার দ্বিতীয় তলায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড—এর ৩০তম উপশাখার শুভ উদ্বোধন করেন বিসিবিএল’র চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিবিএল ছাগলনাইয়া উপশাখার ব্যবস্থাপক আবদুর রহিম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা, বিসিবিএল’র উপ—ব্যবস্থাপনা পরিচালক—২ ড. মোঃ আবদুল কাদের, নির্বাহী পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাবেক ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভূঁইয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শহিদুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী আরেফিন চৌধুরী বাদল। বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির অন্যতম সদস্য মোঃ শেখ কামাল, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ব্যবসায়ী প্রতিনিধি ফয়েজ আহমদ মিয়াজি চুট্টু প্রমুখ।
প্রধান অতিথি ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অত্র উপশাখার সার্বিক সফলতা কামনা করেন।